Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

স্বাধীনতাবিরোধী ও ষড়যন্ত্রকারীরা এক হয়ে দুঃস্বপ্ন দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধামরাই প্রতিনিধি

স্বাধীনতাবিরোধী ও ষড়যন্ত্রকারীরা এক হয়ে দুঃস্বপ্ন দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি ও ষড়যন্ত্রকারীরা সবাই এক হয়ে দুঃস্বপ্ন দেখছে। তারা আবারও নাকি বাংলাদেশের ক্ষমতায় আসবে। কীভাবে আসবে? জনগণের ভোট পেতে হবে তো? তারা ভোট বিশ্বাস করে না। ভোটে যাবে না, তারা কীভাবে ক্ষমতায় যাবে? 

আজ শনিবার দুপুরের দিকে ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে বৈন্যা পুলিশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা জেলা পুলিশ অনুষ্ঠানের আয়োজন করে।  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘সব সময় আমরা দেখেছি স্বাধীনতাবিরোধী ও ষড়যন্ত্রকারীরা নির্বাচন আসলেই এক হয়ে যায়, একটি নতুন ষড়যন্ত্র করার জন্য। নির্বাচন আসলে অনেক দল নির্বাচনে অংশগ্রহণ না করে, নির্বাচন যেন না হয় তার জন্য তারা হইচই করতে থাকে। 

‘নির্বাচন আসলেই অনেক স্রোত, কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না। তারাই এই কাজগুলো করে।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। তিনি সব সময় মাথা উঁচু করে বাঁচতে শিখেছেন। তিনি শুধু আমাদের নেতা নয়, তিনি বিশ্বনন্দিত নেতা। তিনি কারও রক্তচক্ষু কিংবা ধমকে মাথা নত করেন না বা ঘাবড়ে যান না। তিনি কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করেন না। তিনি কোনো মাসেল পাওয়ারে বিশ্বাস করেন না। তিনি কোনো গান পাওয়ারে বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন জনগণের শক্তি।’ 

আসাদুজ্জামান খান বলেন, ‘কিছু লোক বলছে বিদ্যুৎ পাই না। সারা বাংলাদেশে আমরা বিদ্যুতায়ন করেছি। আমাদের এখন ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরির সক্ষমতা রয়েছে। আমাদের যেটা চাহিদা সেটা আমরা দিয়েছি। কোন গ্রামে বিদ্যুৎ যায় নাই? এখন কিন্তু দুর্গম চরসহ সব জায়গায় বিদ্যুৎ আমরা দিয়েছি। সেখানে বসে ইন্টারনেটে ছেলেমেয়েরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছে, গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। এটাই তো আমাদের বাংলাদেশ।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিদ্যুৎ তৈরির সব উপাদান ডিজেল, এলএনজি ও কয়লার পরিবহন ব্যয় তিন-চার গুণে বেড়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছেন জুনের শেষে বিদ্যুতের আর কোনো ঘাটতি থাকবে না।’

জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত সব সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠান করত। ওই জায়গায় সমাবেশ করলে যানজটের সৃষ্টি হয়। তাই তাদের বলা হয়েছে যেন অন্য কোনো ভেন্যুতে যায়। সেই জন্যই তারা নতুন ভেন্যুতে গিয়েছে। 

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  বিশেষ অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। 

উপস্থিত ছিলেন ধামরাই পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লাসহ অনেকে।

জাহাঙ্গীরের নামে হারুনের ফ্ল্যাট-প্লট, ক্রোকের নির্দেশ

তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার প্রতিবেদন ৩ জুলাই

মেয়র ঘোষণার গেজেট কেন হচ্ছে না, জানতে ইসিতে ইশরাক

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম