হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বেইলি ব্রিজ ভেঙে নদীতে, ফেরি চলাচল বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের নবীগঞ্জ ফেরিঘাটের হাজীগঞ্জ প্রান্তে বেইলি ব্রিজ ভেঙে পড়ায় বন্দরের সঙ্গে শহরের যান চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিমেন্টবোঝাই একটি ট্রাক বন্দর থেকে শহরে প্রবেশকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই ব্রিজ মেরামতে কাজ শুরু করেছে ফেরি ইজারাদার কর্তৃপক্ষ।

ফেরি কর্তৃপক্ষ জানান, মালবাহী ট্রাকটির অতিরিক্ত ওজন থাকায় ব্রিজটি ভেঙে পড়েছে। ঘটনার পর পরই সেতু বিভাগকে বিষয়টি অবগত করা হয়। তবে ব্রিজটি ভেঙে পড়েছে নাকি সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তা এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী চা দোকানি জয়নাল আবেদীন বলেন, আজ দুপুরে সিমেন্টবোঝাই ট্রাকটি ফেরি থেকে ঘাটে উঠছিল। এ সময় বিকট শব্দে ব্রিজটি ভেঙে পড়ে। এতে ট্রাকটির অর্ধেক অংশ শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটি সবার শেষে নামছিল। যদি প্রথমেই ফেরি থেকে ট্রাক নামত তাহলে হতাহতের ঘটনা ঘটতে পারত। এ ঘটনার পর থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ফেরি ইজারাদার কর্তৃপক্ষ জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। প্রথমে ট্রাক থেকে সিমেন্টের বস্তা আনলোড করা হবে। পরে ট্রাকটি ক্রেন দিয়ে উপড়ে তোলা হবে। এরপর ব্রিজের অবস্থা যথাযথভাবে যাচাইবাছাই করে ফেরি চলাচলের সময় নির্ধারণ করা যাবে।

ফেরির দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সাইফুল হোসেন রিয়েল আজকের পত্রিকাকে বলেন, ব্রিজটি ভেঙে গেছে নাকি সরে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ট্রাক অপসারণের পরে সেটি বলা যাবে। আজকে আর ফেরি চলাচল করা সম্ভব নয়। যদি ব্রিজ ভেঙে না যায় তাহলে আগামীকাল শুক্রবার সকালেই ফেরি চলাচল শুরু করা যাবে।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা