হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি 

নরসিংদীর মনোহরদীর খিদিরপুর ডিগ্রি কলেজে ভাঙচুর করা শহীদ মিনার। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে খিদিরপুর ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা গেছে, রাতে প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী মো. শরীফ মিয়া তারাবির নামাজ শেষে ফিরে দেখেন শহীদ মিনারের কিছু অংশ এবং কয়েকটি বৈদ্যুতিক বাতি ভাঙা। খবর পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘এলাকার মাদকসেবীরা এ ঘটনা ঘটাতে পারে। কলেজের শহীদ মিনারে আমরা যে এসএসজাতীয় (স্টেইনলেস স্টিল) পাইপ ব্যবহার করেছি, তা অনেক দামি। শহীদ মিনারের কিছু অংশ ভেঙে পাইপ নিয়ে গেছে। ধারণা করছি, পাইপ নিয়ে তারা বিক্রি করে দিয়েছে।’

এ ছাড়া ইতিপূর্বে কলেজের কাঁটাতারের বেড়া কেটে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে।

এই নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও বিচারের আওতায় আনার জন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করার আহ্বান জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

এ বিষয়ে ইউএনও মোহাইমিন বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিষ্ঠানপ্রধানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য