হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর গ্রেপ্তার 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে (১৯) ধর্ষণের মামলায় মো. মোস্তাফা (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার চরদেওকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মোস্তাফা (৬০) পাকুন্দিয়া উপজেলার চরদেওকান্দি এলাকার মৃত মোতালিবের ছেলে ও ওই গৃহবধূর চাচা শ্বশুর। সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল সকালে ওই মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূর স্বামী ছাগল বিক্রির জন্য গাজীপুরের আমরাইদ বাজারে যান। ওই দিন দুপুরে প্রতিবন্ধী গৃহবধূকে চাচা শ্বশুর মো. মোস্তাফা ধর্ষণ করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই আসামি মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩