হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে স্কুলশিক্ষক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন (৪৮)। গতকাল বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোখলেসুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

নিহতের পরিবার জানায়, দেলোয়ার হোসেন ঢাকা-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদের আত্মীয়। তিনি ঢাকার শ্যামপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ পরিদর্শক মোখলেসুর বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনে ঢুকছিল। এ সময় দেলোয়ার হোসেনসহ কয়েকজন যাত্রী প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। তখন পড়ে গিয়ে দেলোয়ার মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।’

নিহতের সহকর্মী ইমরান হোসেন বলেন, দেলোয়ার হোসেন স্কুল ছুটির পর মুন্সিগঞ্জ থেকে নদীপথে নারায়ণগঞ্জ আসেন। এরপর ট্রেনে করে শ্যামপুরের বাড়িতে ফিরছিলেন।

নিহত দেলোয়ারের স্ত্রী শিরিন আক্তার বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর খবর শুনেছি। কিন্তু কীভাবে ঘটনা ঘটেছে, বিস্তারিত কিছু জানি না।’

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী