Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বাবার সন্ধান পেতে ডিবির সহযোগিতা চান এমপি আনারের মেয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও ঝিনাইদহ প্রতিনিধি

বাবার সন্ধান পেতে ডিবির সহযোগিতা চান এমপি আনারের মেয়ে

চিকিৎসার জন্য ভারতে গিয়ে বাবার নিখোঁজ হওয়ার অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আজ রোববার বিকেলে তিনি তাঁর বাবাকে খুঁজে পেতে ডিবির সহযোগিতা চেয়েছেন।

মুমতারিন ফেরদৌস নিজেই আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ রয়েছেন। পরিবার ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

এর আগে রোববার (১২ মে) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য দর্শনার ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ। 

তিনি জানান, সেখানে গিয়ে কয়েক দিন যোগাযোগ স্বাভাবিক থাকলেও গত বৃহস্পতিবার বিকেল থেকে তার মোবাইল ফোন বা কোনো মাধ্যমেই সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর থেকে উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়েও জানানো হয়েছে। 

আব্দুর রউফ বলেন, ‘কয়েক দিন যাবৎ সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকে ঢাকা ভারতীয় দূতাবাসে চিঠি দিয়েছেন তারা।’ 

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিষয়ে আমরা জেনেছি। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি। আমরা আসলে খবরটি শুনে উদ্বিগ্ন। তবে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।’

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে