হোম > সারা দেশ > ঢাকা

সারা দেশে জব্দ করা মালামালের অবস্থা জানতে চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশের থানা, ডাম্পিং স্টেশন ও আদালত প্রাঙ্গণে মামলার আলামত হিসেবে থাকা মালামালের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত রিটের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, সারা দেশের থানা ও আদালত প্রাঙ্গণে থাকা মামলার আলামতের বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে ২০২২ সালে বিষয়টি নিয়ে রিট করেন পাঁচ আইনজীবী। রিটের পর ওই বছরের ৩০ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। রুলে মালখানা ও থানায় জব্দ থাকা মালামাল সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

রিটের পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, জব্দ করা মালামাল এভাবে বছর পড়ে থেকে নষ্ট হয়। তা রাষ্ট্রের কাজে লাগে না, মালিকেরও কাজে লাগে না। পরে পাঁচ আইনজীবী রিট করেন। রিটকারীরা হলেন- মোহাম্মদ নোয়াব আলী, মো. মুজাহেদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জি এম মুজাহিদুর রহমান (মুন্না) ও ইমরুল কায়েস।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন