নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরুর এক ঘণ্টা পরই শান্তি সমাবেশের ব্যানার লাগানো তিনি গাড়িকে নারায়ণগঞ্জের দিকে যেতে দেখা গেছে। আজ শনিবার বেলা ৩টা ৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গাড়িগুলোকে নারায়ণগঞ্জ অভিমুখে যেতে দেখা যায়।
স্থানীয়রা বলছে, দুপুর ১২টায় নারায়ণগঞ্জ থেকে ঢাকায় উদ্দেশে রওনা দেওয়া গাড়িবহরের মধ্যে ওই গাড়িগুলোও ছিল।
সরেজমিন দেখা যায়, শান্তি সমাবেশের ব্যানার সাঁটানো বন্ধন, উৎসব, বন্ধু কোম্পানির বাস ও প্রায় ১৫টি হাইয়েস নারায়ণগঞ্জের দিকে যাচ্ছে। ঢাকায় শান্তি সমাবেশে যোগ দিতে বেশ কটি গাড়ির মধ্যে এগুলোও ছিল। তবে চলমান সমাবেশে রেখে ব্যানার সাঁটানো গাড়িগুলোকে উল্টো পথে দেখে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা।
এর আগে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রায় ৩৫০টি বাসভর্তি নেতা-কর্মী শান্তি সমাবেশে যোগ দেবে। বিএনপি-জামায়াতের অস্থিরতা মোকাবিলায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা সর্বদা তৎপর রয়েছে।’
উল্লেখ্য, সারা দেশে বিএনপি-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শান্তি সমাবেশে অন্তত ২০ হাজার নেতা-কর্মী নারায়ণগঞ্জ থেকে যোগ দেবেন বলে জানান দলটির নেতা-কর্মীরা।