হোম > সারা দেশ > ঢাকা

কালকিনিতে পোষা সাপের ছোবলে ওঝার মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে নিজের পোষা সাপের ছোবলে আলী আকবর সরদার (৫০) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলী আকবর সরদারের বাড়ি কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ রমজানপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত আলী সরদারের ছেলে।

ওঝা মারা যাওয়ার খবর নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি বলেন, ‘সাপের কামড়ে ওঝা আলী আকবরের মৃত্যু হয়েছে। তাঁর বাড়িতে পুলিশ পাঠানো হয়।’

পরিবারের লোকজনের বরাত দিয়ে ওসি শামীম জানান, আলী আকবর পাঁচ-ছয়টি সাপ পুষতেন। সেগুলো দিয়ে তিনি গ্রামে ঘুরে খেলা দেখাতেন। কাউকে সাপে কাটলে তিনি সাপের বিষ নামাতেন। ঝাড়-ফুঁক দিতেন তিনি।

গতকাল দুপুরে নিজ বাড়িতে বসেই বিষের থলে ভাঙতে গেলে আলী আকবরকে ছোবল দেয় একটি সাপ। এতে তিনি অসুস্থ হলে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তিনি মারা যান বলে জানান ওসি শামীম।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন