মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির পক্ষ থেকে আজ শনিবার বিকেলে উপজেলার কাঁঠালতলা বাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৮ নেতা-কর্মীর আহত হয়েছেন। এ ছাড়া বিএনপির ৪ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে।
পুলিশ, স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্দেশে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে শনিবার বিকেলে ডাসার উপজেলা বিএনপি ১০ দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কাঁঠালতলা বাজারে আসেন। এ সময় ডাসার উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও পাল্টা মিছিল নিয়ে একই স্থানে আসেন।
কিছুক্ষণ উভয় দল স্লোগান দেয়। পরে দুই পক্ষ মুখোমুখি হয়। প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে ৮ জন নেতা-কর্মী আহত হন।
আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ বিএনপির ৪ জন নেতা-কর্মীকে আটক করেছে। আটকেরা হলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার (৪৫), ডাসার উপজেলা যুবদল নেতা নুরু তালুকদার (৪৩), ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্নান সরদার (৫৫) ও কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ব্যাপারী (৪০)।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুমতাহিনা মৌরি বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আশিক ও কাজল নামের দুজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান বলেন, ‘এটি বিএনপির পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ ছিল। এতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া কেন্দ্রীয় নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আমি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের প্রথমে বাঁধা দেয়। পরে আমাদের নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে ফিরে আসার সময় পেছন থেকে বিএনপির নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের কুপিয়ে জখম করেছে। আমি এই ঘটনার বিচার দাবি করছি।’
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ‘দুটি পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে। উভয় পক্ষের বেশ কয়েকজন আহতও হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নেতা আনিসুর রহমান খোকনসহ ৪ জনকে আটক করা হয়েছে। তা ছাড়া এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’