গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কোমেলা বেগম (৬৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। এ নিয়ে এ ঘটনায় ১৪ জনের প্রাণ গেল।
বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে জানান, কোমেলা বেগমের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৪ জন মারা গেল। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৪ জন।
কোমেলা বেগমের ছেলে শাকিল আহমেদ আজকের পত্রিকাকে জানান, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার পানগাড়ী গ্রামে। তাঁরা সবাই কালিয়াকৈরে থাকেন। এখনো তাঁর ভাগনিজামাই পোশাকশ্রমিক লালন (২৪) দগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি আছেন।