হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষকের বিরুদ্ধে সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের

বরিশাল প্রতিনিধি

শিক্ষকের বিরুদ্ধে সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এই অভিযোগের ভিত্তিতে বরিশালের ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজির (আইএইচটি) ফার্মেসি বিভাগের চুক্তিভিত্তিক শিক্ষক মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তাঁকে ইনস্টিটিউটের আবাসিক হলের সহকারী সুপার পদ থেকেও অপসারণ করা হয়েছে। 

শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীদের সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগের বিষয়টি তদন্তে চার সদস্যর কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. মানস কৃষ্ণ কুণ্ডু।

ডা. মানস কৃষ্ণ কুণ্ডু বলেন, ‘শিক্ষক মিজানুরকে বৃহস্পতিবার তাঁর দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ তদন্তে ইনস্ট্রাক্টর আব্দুস সাত্তারকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।’ 

এর আগে, গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর মিজানুর রহমানের বিরুদ্ধে সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন ইনস্টিটিউটের এক ছাত্র। ছাত্রের অভিযোগের সঙ্গে সংযুক্ত মেসেঞ্জারের কথোপকথনে ওই ছাত্রকে একাধিকবার শিক্ষক মিজানুর রহমান সমকামিতার প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগে জানা গেছে। একই অভিযোগ করেছেন আরও কয়েক শিক্ষার্থী। 

শিক্ষক মিজানুর রহমান জানান, তাঁর ফেসবুক হ্যাক হয়েছিল। ষড়যন্ত্র করে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে সবকিছু বের হয়ে আসবে বলে মনে করেন তিনি। 

উল্লেখ্য, আইএইচটি শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়–শেবাচিম (শেরে বাংলা মেডিকেল কলেজ) হাসপাতাল কম্পাউন্ডের একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন