হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে দুই জায়গা থেকে নবজাতকসহ দুজনের লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় শাহবাগ থানাধীন হাইকোর্ট-সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ও বুয়েট এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাতনামা ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় শাহবাগ থানার পুলিশ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা জানান, বুয়েট এলাকার ডাচ্‌-বাংলা ব্যাংকের বুথের পাশে ময়লার ডাস্টবিনে একটি কার্টনের ভেতরে রাখা ছিল ওই ছেলে নবজাতকের মরদেহ। বয়স হবে আনুমানিক ১ দিন। এক রিকশাচালক প্রথমে মৃতদেহটি দেখতে পান। পরে থানায় খবর দেন। 

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, দু-এক দিন আগে নবজাতকটির মরদেহ কেউ ডাস্টবিনে ফেলে রেখে গেছে। মৃতদেহটিতে কিছুটা পচন ধরেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, হাইকোর্ট মাজারসংলগ্ন ফুটপাতে মৃত অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। সিআইডির ফরেনসিক টিম তাঁর পরিচয় শনাক্তে জন্য ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন