Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

তুরাগের চন্ডালভোগ এলাকায় আগুন, নিহত ৩

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

তুরাগের চন্ডালভোগ এলাকায় আগুন, নিহত ৩

রাজধানীর তুরাগের চন্ডালভোগ এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতেরা হলো আফরিন (১৪), রুমা (১৬) ও জাহাঙ্গীর (১৭)। নিহতরা সম্পর্কে খালাতো ভাই-বোন। 

তুরাগের চন্ডালভোগের টিনশেড বাড়িতে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এ সময় ঘটনাস্থল থেকে তিনজন কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

এলাকাবাসী জানান, ভোররাতে সবাই যখন গভীর ঘুমে, তখন হঠাৎ করে ওই টিনশেড ঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বিকট শব্দ হলেদেদের ঘুম ভেঙে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও তিনজন মারা গেছে।

নিহত কিশোরী আফরিনের মা ফাতেমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আফরিন, রুমা ও জাহাঙ্গীর খালাতো ভাই বোন। আফরিন মাদ্রাসার ছাত্রী। ওর বাবা নাই, আমি বাসাবাড়িতে কাজ করে মাদ্রাসায় পড়াচ্ছিলাম। কিন্তু আগুন আফরিনসহ ওদের আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে।’ 

এ বিষয়ে তুরাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভোররাত ৪টার দিকে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের পর খবর পেয়ে পুলিশ সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

তিনি বলেন, ‘ওই ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার ও ফ্রিজ ছিল। অগ্নিকাণ্ডের পর গ্যাস সিলিন্ডার ও ফ্রিজ বিস্ফোরণে আগুন তীব্রভাবে লেগে যায়। ফলে তারা ঘর থেকে বের হতে না পেরে আটকা পড়ে মারা যায়।’ 

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানে একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির তল্লাশি

৩ কোটি টাকার আইসিইউ বিভাগ, জনবলসংকটে অচল

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত