হোম > সারা দেশ > ঢাকা

দোকানে অভিযান চালিয়ে কোটি টাকার নিষিদ্ধ উত্তেজক জব্দ, ব্যবসায়ী কারাগারে

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে একটি দোকানে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে পুলিশ। সেই সঙ্গে ওই দোকানিকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ঝাওয়াইল বাজারের এক দোকান থেকে এসব জব্দ করা হয়। 

ওই দোকানের মালিক সানোয়ার হোসেন। দোকানের নাম সাগর স্টোর। সানোয়ার হোসেন নগদা শিমলা ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত আব্দুল হামিদ বসনীর ছেলে। 

গোপালপুর থানা-পুলিশ বলছে, একটি প্রভাবশালী মহলের যোগসাজশে সানোয়ার হোসেন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। নিষিদ্ধ, ক্ষতিকারক ও যৌন উত্তেজক অবৈধ ওষুধ, সালসা ও পানীয়ের পাইকারি ব্যবসা করতেন তিনি। 

ঝাওয়াইল বাজারের ব্যবসায়ী মজনু মিয়া জানান, একটি প্রভাবশালী মহলের পরিচয়ে এ অবৈধ ব্যবসা চালানোয় এলাকার যুবক ও কিশোররা নানা অপরাধে জড়িত ছিল। 

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব আজকের পত্রিকাকে জানান, সাগর স্টোর নামের একটি ভ্যারাইটি দোকানের অন্তরালে সানোয়ার এ নিষিদ্ধ ব্যবসা চালাচ্ছিলেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালায়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন