টাঙ্গাইল ও ভূঞাপুর প্রতিনিধি
টাঙ্গাইলে যমুনাসহ সব কটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে, ঝিনাই নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে ও ধলেশ্বরীর পানি ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্যাপকভাবে পানি বৃদ্ধির ফলে টাঙ্গাইল সদর, গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে। সড়ক ভেঙে ও বাঁধ উপচে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানির তীব্র স্রোতে ভূঞাপুর উপজেলার কয়েড়া এলাকায় সড়ক ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। দুর্ভোগ বেড়েছে মানুষের।
যমুনার প্রবল স্রোতে ভূঞাপুরের কয়েড়ায় নতুন ব্লক ইটের রাস্তাটি ভেঙে গেছে। তাতে কয়েকটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল শনিবার বিকেলে কয়েড়ার রাস্তাটির দুটি স্থানে ভেঙে যাওয়ায় চর কয়েড়া, কয়েড়া, আকালু, নলুয়াসহ বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। গতকাল সকালে যমুনা নদীর পানির প্রবল স্রোতে উপজেলার একই ইউনিয়নের গোবিন্দাসী-ভালকুটিয়া-চিতুলিয়াপাড়ার সংযোগ রাস্তার প্রায় ৩০ মিটার অংশ ভেঙে যায়। তাতে ওই এলাকার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়ে।