হোম > সারা দেশ > ঢাকা

প্রদীপের মামলা বাতিলের আবেদন হাইকোর্টে খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরখাস্ত হওয়া ওসি প্রদীপের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন।

এর ফলে প্রদীপের বিরুদ্ধে বিচারিক আদালতে দুর্নীতির মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ৩০ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে আবেদন করেন প্রদীপের আইনজীবী। আজ উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।

২০২০ সালের ২৩ আগস্ট দুদক প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। গত বছরের ২৬ জুলাই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ১৫ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। এরপর অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন প্রদীপ। 

আদালতে ওসি প্রদীপের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। 

উল্লেখ্য, মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা হামলায় আরও কয়েকজনের সঙ্গে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। অন্য আসামিদের সঙ্গে তিনি এখন কারাগারে রয়েছেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য