Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে শিক্ষিকাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরে শিক্ষিকাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে শিক্ষিকা স্ত্রীকে হত্যার অপরাধে রবিউল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৩০ মে) দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম তাঁর উপস্থিতিতে এ রায় দেন। সেই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে পুলিশ পাহারায় তাঁকে জেল কারাগারে পাঠানো হয়। 

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, দণ্ডিত রবিউল জেলার আলফাডাঙ্গা উপজেলায় শিয়ালদী গ্রামের বাসিন্দা। তাঁর সঙ্গে ২০০৬ সালে একই উপজেলার উত্তর মালা গ্রামের শামচুল আলমের মেয়ে আফরোজা আলমের বিয়ে হয়। আফরোজা আলম স্থানীয় শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। এ দম্পতির আদনান ইসলাম নামে ৯ বছর বয়সী একজন বাকপ্রতিবন্ধী ছেলে রয়েছে। শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় আফরোজ আলম উপজেলার গড়ানিয়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

২০২০ সালের ৩ আগস্ট ভাড়া বাড়িতে আফরোজা আলমকে শ্বাসরোধ করে হত্যা করেন রবিউল ইসলাম রবি। পরে এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ১২ সেপ্টেম্বর আলফাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ রবিউল ইসলাম রবিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দেন। 

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সানোয়ার হোসেন বলেন, ‘আদালত আফরোজা আলমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলাম রবিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ