হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে শিক্ষিকাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরে শিক্ষিকা স্ত্রীকে হত্যার অপরাধে রবিউল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৩০ মে) দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম তাঁর উপস্থিতিতে এ রায় দেন। সেই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে পুলিশ পাহারায় তাঁকে জেল কারাগারে পাঠানো হয়। 

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, দণ্ডিত রবিউল জেলার আলফাডাঙ্গা উপজেলায় শিয়ালদী গ্রামের বাসিন্দা। তাঁর সঙ্গে ২০০৬ সালে একই উপজেলার উত্তর মালা গ্রামের শামচুল আলমের মেয়ে আফরোজা আলমের বিয়ে হয়। আফরোজা আলম স্থানীয় শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। এ দম্পতির আদনান ইসলাম নামে ৯ বছর বয়সী একজন বাকপ্রতিবন্ধী ছেলে রয়েছে। শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় আফরোজ আলম উপজেলার গড়ানিয়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

২০২০ সালের ৩ আগস্ট ভাড়া বাড়িতে আফরোজা আলমকে শ্বাসরোধ করে হত্যা করেন রবিউল ইসলাম রবি। পরে এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ১২ সেপ্টেম্বর আলফাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ রবিউল ইসলাম রবিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দেন। 

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সানোয়ার হোসেন বলেন, ‘আদালত আফরোজা আলমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলাম রবিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭