হোম > সারা দেশ > ঢাকা

সহকর্মীকে হত্যার অভিযোগে শ্রমিক কারাগারে 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের বিরুলিয়ায় ছুরিকাঘাতে সহকর্মীকে হত্যার অভিযোগে রাজন (২৫) নামের সেমাই কারখানার এক শ্রমিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান বাজারসংলগ্ন এলাকায় মো. মনির হোসেনকে (২১) ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় আদনান (২০) নামের আরও এক শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মনির হোসেন নেত্রকোনা জেলার মো. সেলিমের ছেলে। তিনি বিরুলিয়ার আক্রানের বউবাজার এলাকায় শহিদুলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি সেমাই কারখানায় চাকরি করতেন। গ্রেপ্তার রাজনও নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনিও একই সেমাই কারখানায় চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে রাজন, আদনান, মনিরসহ আরও একজনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। কয়েক দিন আগে তাঁদের মধ্যে মারামারিও হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ছুটি শেষে কারখানা থেকে বের হলে মনিরের ওপর আক্রমণ করে রাজন। এ সময় উপর্যুপরি ছুরিকাঘাত করলে আদনান বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় আদনানকেও ছুরিকাঘাত করেন রাজন। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। আদনান চিকিৎসাধীন রয়েছেন। পরে ঘটনাস্থল থেকেই রাজনকে আটক করে পুলিশ। 

এ ব্যাপারে সাভার মডেল থানাধীন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) দিদার বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। মনিরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। ’

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন স্থগিত

সাবেক মন্ত্রী তাজুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ওবায়দুর হত্যা: গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র

আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী তৈয়বুর কারাগারে

ঢাবি শাখা শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের গাড়ি ভাঙচুর, কারখানায় অগ্নিসংযোগ

অবৈধ সম্পদ: জি কে শামীম ও তাঁর মায়ের বিরুদ্ধে মামলার রায় ৩০ জানুয়ারি

অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা বৃদ্ধার

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত ব্যক্তির বাড়ি মুন্সিগঞ্জ, যা জানালেন ছোট ভাই

বইমেলায় কী কী নিয়ে প্রবেশ করা যাবে না জানাল ডিএমপি

সেকশন