Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে বাবা-মেয়ে নিখোঁজ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে বাবা-মেয়ে নিখোঁজ

মানিকগঞ্জের সিঙ্গাইরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে বাবা ও মেয়ে নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজেরা হলেন বায়রা ইউনিয়নের চর নয়াবাড়ী গ্রামের বাসিন্দা মহিদুর রহমান (৪৫) ও তাঁর মেয়ে রাফা আক্তার (১২)। সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধাকাজ চালাচ্ছে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহিদুর রহমান তাঁর মেয়ে রাফা আক্তারকে নিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে যান। এদিন মহিদুর রহমান মেয়েকে সাঁতার শেখানোর সময় হঠাৎ দুজনেই স্রোতে ভেসে নিখোঁজ হন। পরে স্থানীয়রা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাঁদের উদ্ধারে কাজ করছে। 

সিঙ্গাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইস্তিয়াক আহম্মেদ বলেন, পাঁচ সদস্যের একটি ডুবুরি দল সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধারকাজ চালাচ্ছে। নদীতে পানি কম থাকলেও প্রচুর স্রোত। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ বাবা-মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল