Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে ফিলিস্তিনের মানব পতাকা প্রদর্শন

জাবি প্রতিনিধি 

জাবিতে ফিলিস্তিনের মানব পতাকা প্রদর্শন
জাবিতে ফিলিস্তিনের মানব পতাকা প্রদর্শন। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিলিস্তিনের মানব পতাকা প্রদর্শন করা হয়েছে। আন্তর্জাতিক প্যালেস্টাইন সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে একই স্থানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, ‘ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে, সেটির একটা ছাপ আমরা এই অঞ্চলেও দেখতে পাই। এ অঞ্চলে ভারতীয় আধিপত্যবাদ যেভাবে আমাদের ওপর জেঁকে বসেছে, আমরা সে আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে চাই। আমরা ফিলিস্তিনের সকল শিশু-যুবকের সঙ্গে সুর মেলাতে চাই।’

তৌহিদ সিয়াম আরও বলেন, ‘ইসরায়েলের জায়নবাদ থেকে শুরু করে এই অঞ্চলে ভারতের আধিপত্যবাদ সবকিছু থেকে আমরা মুক্তি চাই। জুলাই অভ্যুত্থান থেকে শক্তি সঞ্চয় করে আমরা সকল আধিপত্যবাদকে রুখে দিতে চাই।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘জায়নিজম হচ্ছে জেনোসাইডের প্রতি একধরনের সমর্থন। এই জেনোসাইডের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য আমাদের, আরবদের ঐক্যবদ্ধ হতে হবে। হামাস, হিজবুল্লাহ, হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। ইসলামিক রিপাবলিক অব ইরানও তাদের পাশে দাঁড়িয়েছে। একইভাবে আমরা চাই, সকল আরব দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়াক।’

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান

খুলনার সাবেক এমপি আক্তারুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা