Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রানিং স্টাফদের সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ হচ্ছে: রেলপথ সচিব

অনলাইন ডেস্ক

রানিং স্টাফদের সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ হচ্ছে: রেলপথ সচিব
ফাহিমুল ইসলাম। ছবি: সংগৃহীত

রানিং স্টাফদের আন্দোলনের কারণে গতকাল সোমবার রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ। তবে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হচ্ছে না বলে জানিয়েছেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি বলেছেন, ‘তাদের সঙ্গে ইনডাইরেক্টলি (পরোক্ষভাবে) যোগাযোগ হচ্ছে। আমরা অপেক্ষা করছি, তারা আমাদের সঙ্গে আলোচনায় বসবেন।’

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ফাহিমুল ইসলাম বলেন। তিনি বলেন, ‘আমাদের আলোচনার দ্বার খোলা আছে। তারা আসলে, তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে যেকোনো সময় ট্রেন চলাচল শুরু হতে পারে।’

কর্মসূচির প্রেক্ষিতে অচলাবস্থার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা—এমন প্রশ্নের জবাবে ফাহিমুল ইসলাম বলেন, ‘অর্থ বিভাগের সঙ্গে আমাদের কথা হয়েছে। এ রকম একটা মোমেন্টে তারা তো কিছু বলতে পারছে না। এ বিষয়ে আলোচনার স্কোপ আছে। উপদেষ্টা স্যার বলেছেন আলোচনা করবেন, সেখানে আমরা অর্থ বিভাগকে নিয়ে যাব।’

রানিং স্টাফদের বিষয়ে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, ‘শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমরা বলেছি, আমাদের আলোচনার দ্বার খুলে রেখেছি। সরকার, আইনশৃঙ্খলা বাহিনী কি করবে সেটা বলতে পারি না। তারা যদি না আসে, তাহলে তো আমাদের হাতে নেই ব্যাপারটা। সব সময় সব ব্যাপার কিন্তু রেল মন্ত্রণালয়ের হাতে নিয়ন্ত্রণ থাকে না।’

রানিং স্টাফদের দাবি যৌক্তিক কিনা—এ বিষয়ে তিনি বলেন, ‘তাদের দাবি যৌক্তিক মনে করেই আলোচনা করেছি। এ ক্ষেত্রে আমরা কিছুটা অর্জন করেছি। ওরা চার বছর ধরে আন্দোলন করছে। আমরা একটা অর্জন নিয়ে এসেছি যৌক্তিক মনে করেই।’

উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। যার ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

জামিন নিয়ে হাওয়া দুই সন্ত্রাসী

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ছাত্রসংগঠনগুলোর

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৬০

টেন্ডারবাজির অভিযোগে শ্রীপুরে বিএনপির সভাপতিকে শোকজ

রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১০

দাবি না মানলে প্রতীকী নয়, বাস্তবেই আত্মাহুতি দেব: প্রাথমিকে নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা

শ্মশানঘাটের মাটি বিক্রি করছিলেন নেতা, ভরাট করে দিল বিএনপি

কদমতলীতে গ্যাস-সংকট নিরসনের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে: উপদেষ্টা ফরিদা