হোম > সারা দেশ > ঢাকা

৫০ বাস নিয়ে আগামী সপ্তাহেই চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনতে আগামী ২৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক ঢাকা নগর পরিবহন। প্রথম দিনে ট্রান্স সিলভার ২০টি বিআরটিসির ৩০টি বাস নিয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত শুরু হবে এই সেবা। 

আজ রোববার নগর ভবনে বাস রুট রেশনালাইজেশনের ২০তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সভায় দুই মেয়র ছাড়াও রুট রেশনালাইজেশনের অন্য অংশীদারগণ উপস্থিত ছিলেন। 
 
মেয়র তাপস জানান, আগামী ২৬ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সেবার উদ্বোধন করবেন। মেয়র তাপস বলেন, বিজ্ঞপ্তি অনুযায়ী এই রুটে আটটি প্রতিষ্ঠান আবেদন করেছে। এর মধ্যে যাচাই-বাছাই করে পাঁচটিকে নিশ্চিত করেছি। সেগুলো হলো ট্রান্স সিলভা, ঝান এন্টারপ্রাইজ, মোস্তফা হেলাল কবির, এইচআর ট্রান্সপোর্ট এজেন্সি ও বিআরটিসি। 

মেয়র জানান, সব বাস প্রস্তুত না থাকায় আগামী ২৬ তারিখে ট্রান্স সিলভার ২০টি এবং বিআরটিসির ৩০টি ডাবলডেকার নিয়ে শুরু হবে এই সেবা। ৩১ জানুয়ারির মধ্যে তা সমন্বয় করা হবে এবং ৬০ কর্মদিবসে এই রুট পুরোদমে প্রস্তুত হয়ে যাবে। 

মেয়র আতিক বলেন, প্রথম দিন থেকেই ই-টিকেটিং সিস্টেম হবে। বাস ড্রাইভারদের লাইসেন্স, রুট পারমিট ও রেজিস্ট্রেশন নিশ্চিত করে পোশাক ও আইডি কার্ড দেওয়া হবে।   

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা