হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা কারাগারে মো. শামীম (৩৫) নামে এক হাজতি মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আজ রোববার ভোর রাতে কারাগার থেকে  কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার মো. নাসির উদ্দিন।

মৃত হাজতি জেলার বাজিতপুর উপজেলার মধ্যভাগলপুর গ্রামের মৃত কালা চাঁন মিয়ার ছেলে। 

হাসপাতাল সূত্রে জানায়, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শামীমের মৃত্যু হয়েছে। 

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. মো. হেলাল উদ্দিন বলেন, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেন। পরে পৌনে পাঁচটায় মো. শামীম নামের ওই হাজতিকে মৃত ঘোষণা করা হয়। 

কারাগার সূত্রে জানা যায়, মৃত শামীম বাজিতপুর থানায় একটি মাদক মামলার বিচারাধীন আসামি হিসেবে গত ২৮ ফেব্রুয়ারি জেলা কারাগারে আসেন। 

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার মো. নাসির উদ্দিন বলেন, ‘হাজতি মো. শামীম কিছুদিন ধরে অসুস্থ ছিল। গত রাতে হঠাৎ অসুস্থ পড়লে দ্রুত তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’ 

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩