হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে: অর্ধশতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ম না মানা, ওভারটেকিং ও মধ্যরাতে বেপরোয়া গতিতে যানবাহন চালানোর অভিযোগে মুন্সিগঞ্জে অর্ধশতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। হাইওয়ে পুলিশ এই মামলা করে। এ সময় চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেস না থাকায় চারটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতা তৈরির জন্য মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় একের পর এক দুর্ঘটনায় উদ্বিগ্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে গভীর রাতে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের ৮টি, জেলা পুলিশের তিনটি ও র‌্যাব-১০-এর একটি টহল গাড়ি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। পরে ধলেশ্বরী টোল প্লাজায় ফিটনেস ও লাইসেন্সবিহীন পরিবহন এবং সড়কের গতি নির্দেশনা অমান্য করার অভিযোগে বেশ কিছু যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়।

ওসি আরও বলেন, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ। সড়কের নিয়ম-শৃঙ্খলা অমান্য করলেই নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। এতে নিয়মিত মামলা দেওয়ার পাশাপাশি জব্দ করা হচ্ছে বিভিন্ন যানবাহন।

উল্লেখ্য, গত দুই সপ্তাহে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১৭ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য