হোম > সারা দেশ > ঢাকা

জনসন, ডাভ, সানসিল্কের নকল পণ্য তৈরি হতো বংশালে

আজকের পত্রিকা ডেস্ক­

আজ বুধবার রাজধানীর বংশাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই। ছবি: সংগৃহীত

জনসন, ইমামি, সানসিল্ক, ডাভ, হেড অ্যান্ড শোল্ডারস, পেনটিনসহ বিভিন্ন নামিদামি কোম্পানির নকল কসমেটিকস জব্দ করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ বুধবার রাজধানীর বংশাল এলাকায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল কসমেটিকস জব্দ করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অভিযানের সময় প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি না পাওয়ায় এসব নকল পণ্য জব্দপূর্বক ধ্বংস করা হয়। মোবাইল কোর্টে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এপিবিএন-১১-এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান শেষে বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বংশালের পেয়ালাওয়ালা মসজিদসংলগ্ন ৫৮, বংশালের একটি ভবনের তৃতীয় তলায় নামবিহীন নকল কসমেটিকস উৎপাদনকারী এক প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি কোনো ধরনের মান নিয়ন্ত্রণ না করে নামিদামি ব্র্যান্ডের নকল কসমেটিকস উৎপাদন করে আসছিল।

প্রতিষ্ঠানটিতে সানসিল্ক, ডাভ, পেনটিন, হেড অ্যান্ড শোল্ডারস শ্যাম্পু, প্যারাসুট বেলিফুল, সেসা, নবরত্ন, ইমামি ৭ ইন ১ হেয়ার অয়েল, জনসন বেবি শ্যাম্পু, বেবি অয়েল, বেবি পাউডার, ভ্যাসলিন হেয়ার টনিকসহ দেশি-বিদেশি কসমেটিকস মজুদ পাওয়া যায়। এসব পণ্যের খালি বোতল, লেবেল, প্রস্তুত করা মালামাল এবং উৎপাদনে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যালসহ নিম্নমানের কাঁচামাল পাওয়া যায়।

ফেরদৌস আলম বলেন, ‘পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই সারা বছর মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স পরিচালনা করে থাকে। আসন্ন রমজান উপলক্ষে বাজার তদারকি আরও জোরদার করা হয়েছে। রমজান উপলক্ষে শুধু খাদ্যপণ্য নয়, বিএসটিআইয়ের আওতাভুক্ত সব পণ্যের মান নিয়ন্ত্রণে বাজারে কঠোর তদারকি শুরু হয়েছে।’

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা