Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পাওনা টাকার জন্য পিটিয়ে কুকুরের সঙ্গে শিকলে বাঁধা হলো রিকশাচালককে

নিজস্ব প্রতিবেদক, সাভার

পাওনা টাকার জন্য পিটিয়ে কুকুরের সঙ্গে শিকলে বাঁধা হলো রিকশাচালককে

পাওনা টাকার জন্য রবিউল ইসলাম নামে এক রিকশাচালককে মারধরের পর কুকুরের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। খবর পেয়ে কয়েক ঘণ্টা পর পুলিশ ওই রিকশাচালককে উদ্ধার করলেও ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করতে পারেনি।

আজ মঙ্গলবার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরালি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিউল ইসলাম স্ত্রী-সন্তানদের নিয়ে তেঁতুলঝোড়ার ঋষিপাড়া এলাকায় বসবাস করে রাজধানীতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। একসময় তিনি রিকশায় করে ভরালি এলাকার ভাঙারি ব্যবসায়ী মামুন মিয়ার মালামাল আনা-নেওয়া করতেন। ওই সময় মামুন মিয়ার কাছ থেকে রবিউল ৮০০ টাকা ধার নিয়েছিলেন, যা পরিশোধ না করেই জীবিকার তাগিদে তিনি রাজধানীতে চলে যান। সেই টাকার জন্যই মামুন আজ রবিউলকে ধরে কুকুরের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখেন।

রবিউল ইসলাম বলেন, ‘আমি আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে তেঁতুলঝোড়ার কাঁঠালতলা এলাকা দিয়ে যাইতেছিলাম। মামুন সেখান থিকা আমারে ভরালি এলাকায় তার দোকানে নিয়া যায়। এরপর মাইরধর কইরা আমারে কুকুরের সঙ্গে শিকল দিয়া বাইন্দা রাখে। বেলা ১টার দিকে পুলিশ আমারে উদ্ধার করে।’

পুলিশ রবিউল ইসলামকে উদ্ধারের পর থেকে ব্যবসায়ী মামুন গা ঢাকা দেওয়ায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সত্যতা নিশ্চিত করে সাভারের চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে রবিউলকে পুলিশ উদ্ধার করেছে। কিন্তু ব্যবসায়ী মামুন গা ঢাকা দেওয়ায় তাঁকে আটক করা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

কেউ করছেন বাজার যাচাই কারও কেনাকাটা প্রায় শেষ

অস্বস্তি আর ভয়ের ছায়া উন্মুক্ত স্থানগুলোতে

ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ভূঞাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নরসিংদীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, মাদ্রাসার নিরাপত্তাকর্মীকে গণপিটুনি

যৌন হেনস্তার শিকার শিক্ষার্থীকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য

শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিসে দেড় লাখ টাকা জরিমানা, বাকি ৫৮ হাজার

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করল বিএনপি

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন