উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরখানে রাশিদা (৩৮) নামের এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় কথিত স্বামী হজরত আলীকে আটক করেছে পুলিশ। উত্তরখানের পূর্ব মাস্টারপাড়া কাজী বাড়িতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
রাশিদা শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার আসাদ আলীর মেয়ে। হজরত আলী একই উপজেলার সেকান্দার মন্ডলের ছেলে। বর্তমানে উত্তরখানের কাজী বাড়িতে ভাড়া থাকতেন।
এ বিষয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার পর পরই হত্যাকারীকে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘হজরত আলীর ওই নারীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। নিহত রাশিদার পূর্বে দুই বিয়ে হয়েছিল। হজরত আলী বলছে, রাশিদাকে সে বিয়ে করেছে। আসলে বিয়ে করেনি, মিথ্যা বলেছে।’
ওসি মজিদ আরও বলেন, হজরত আলী রাশিদাকে মঙ্গলবার বাসায় নিয়ে এসেছিল। পরবর্তীতে তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়েছিল। একপর্যায়ে পান ছেঁচুনি দিয়ে মাথায় বারি দিয়ে রাশিদাকে হত্যা করে সে।