হোম > সারা দেশ > ঢাকা

৩ মাস পর খুলছে সাফারি পার্ক

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

‘সাফারি পার্ক গাজীপুর’ নতুন নামে আগামীকাল থেকে দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক তিন মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলছে আগামীকাল শুক্রবার। ইতিমধ্যে টিকিটসহ বিভিন্ন কাগজপত্র পার্কের নাম পরিবর্তন করে ‘সাফারি পার্ক গাজীপুর’ নামে নতুন করে কার্যক্রম শুরু করা হয়েছে।

বঙ্গবন্ধু সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। পার্কের কয়েকটি ক্ষতিগ্রস্ত বেষ্টনী ছাড়া সব বেষ্টনী পরিদর্শনের সুযোগ রয়েছে দর্শনার্থীদের জন্য।

আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম।

সাফারি পার্ক গাজীপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম বলেন, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের পর পার্কটির বেশকিছু বেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সাফারি পার্ক অনিষ্টকালের জন্য বন্ধ ছিল। আগামীকাল শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামীকাল থেকে যেকোনো দর্শক সাফারি পার্ক পরিদর্শন করতে পারবে। পার্কের কয়েকটি বেষ্টনী ছাড়া সবকিছু ঘুরে দেখতে পারবে দর্শনার্থীরা।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ পাঠানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে সাফারি পার্ক গাজীপুর নামে যাত্রা শুরু করবে।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন