সাভার (ঢাকা) প্রতিনিধি
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে স্থান পাওয়া অপেক্ষা ছিল সাভারের আশুলিয়ায় খর্বাকৃতির গরু রানী। কিন্তু এর আগেই মৃত্যু হয় গরুটির। অবশেষে মৃত্যুর ৪০ দিন পর বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে স্বীকৃতি পেল সেই রানী।
আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাভারে চারিগ্রাম এলাকার শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক মো. আবু সুফিয়ান।
এর আগে, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁকে একটি ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে গেলেও এখন রানীর তথ্য দেখা যাচ্ছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে রানীকে ‘শর্টেস্ট কাউ এভার’ আখ্যা দেওয়া হয়েছে।
ভুট্টি জাতের এ গরুর উচ্চতা ছিল ২৪ দশমিক ৭ ইঞ্চি। দৈর্ঘ্য ২৬ ইঞ্চি এবং ওজন ২৬ কেজি। ১১ মাস আগে নওগাঁর প্রত্যন্ত গ্রাম থেকে রানীকে আনা হয়েছিল আশুলিয়ার খামারে। গিনেস রেকর্ডের জন্য আবেদন করার পর থেকে ভাইরাল হয়ে যায় রানী। নিরাপত্তা ও পালনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করলেও শেষ পর্যন্ত রানীকে বাঁচানো যায়নি। গত ১৯ আগস্ট গরুটির মৃত্যুর খবর পাওয়া যায়।