রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন—উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. সানি (১৭), একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী মো. আরাফাত (১৬)। এছাড়া বাকি দুজন হলেন মো. নাঈম (১৮) ও হামজা (১৮)। তাঁদের পরিচয় জানা যায়নি।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উত্তরা ৬ নং সেক্টরের কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।
গাজীপুর বোর্ড বাজারের তামিরুল উম্মাহ মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্র ও উত্তরা ৮ নং সেক্টরের বাসিন্দা আলী হাসান রিফাত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কিছু বন্ধু কুয়েত মৈত্রী হাসপাতালের পাশে বসে পেইন্টিং করার জন্য আলোচনা করছিল। এর ৩-৪ মিনিটের মধ্যেই দেওয়ান সিটি রোড থেকে ছাত্রলীগের ৩০-৪০ জন আসে। ওদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র ছিল। কিন্তু আমার বন্ধুদের সঙ্গে কিছুই ছিল না। শুধুমাত্র গলায় শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড ছিল।’
‘ছাত্রলীগ এসে হঠাৎ করে আমার বন্ধুদের মারা শুরু করে। ওই সময় সানিকে মেরে মাথা ফাটিয়ে ফেলে আরাফাত ও নাঈমের শরীরের বিভিন্ন স্থানে এবং হামজা হাতে আঘাত পায়।’