হোম > সারা দেশ > ঢাকা

বাস চালানোর পাশাপাশি করেন ইয়াবার কারবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কক্সবাজার থেকে ঢাকায় আসা সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে সাড়ে সাত হাজার পিস ইয়াবাসহ বাসের চালককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। গ্রেপ্তার চালকের নাম মো. দুলাল সরকার (৩৯)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় চট্ট মেট্রো-ব-১১-১০৪২ নম্বরের সৌদিয়া বাস থেকে বাসের চালক দুলাল সরকারকে (৩৯) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। 

মেহেদি হাসান বলেন, দুলাল দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছিলেন। তিনি কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান এনে দুই বা তিনটি স্থানে সরবরাহ করতেন।

মেহেদি হাসান আরও বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে সরবরাহ করতেন তিনি। ঢাকায় খাজা চক্রের  কয়েকজন সদস্যকে নিয়ে মাদক সিন্ডিকেট গড়ে তোলেন। এরা কক্সবাজার থেকে মাদক ঢাকায় আনার ক্ষেত্রে বিভিন্ন কৌশল ব্যবহার করেন। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় নানান কৌশলে মাদক সরবরাহ দিতেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭