হোম > সারা দেশ > ঢাকা

২১ বছর পর জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কিলার’ আব্বাস

গাজীপুর প্রতিনিধি

রাজধানীর ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম আব্বাস আলী ওরফে ‘কিলার’ আব্বাস গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। দীর্ঘ প্রায় ২১ বছর কারাবন্দী থাকার পর সোমবার রাতে মুক্তি পান তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে চলে যান।’

সূত্রে জানা যায়, কিলার আব্বাসের পুরো নাম আব্বাস আলী। রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম কিলার আব্বাস। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় তাঁর নামে মামলা করা হয়। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন তিনি। তার পর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন।

সোমবার রাত ৮টার পর থেকে কিলার আব্বাস ওরফে আব্বাস আলীর স্ত্রী, ভাগনে ও স্বজনেরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে কয়েকটি প্রাইভেট কার নিয়ে তাঁর মুক্তির অপেক্ষায় ছিলেন। পরে রাত সাড়ে ১০টার দিকে কারাগার থেকে বের হলে স্বজনের তাঁকে নিয়ে যান।

১৩ কিলোমিটার ঘিরে ভোগান্তির যত শঙ্কা

মুক্তির হাতে জিম্মি বিএডিসি

বৈধ হলে বাড়বে আরও বিশৃঙ্খলা

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে চারজন গ্রেপ্তার

কুষ্টিয়ার ২০ প্রতারণা মামলার আসামি হাফিজুর ঢাকায় গ্রেপ্তার

প্রাণ গোপালের মেয়েকে হেনস্তাচেষ্টার ঘটনায় শাহবাগ থানায় জিডি

নারী ও শিশু নির্যাতন দমন আইন সংস্কার চায় ব্লাস্ট

খামারবাড়ির বদলি কাণ্ড: দায়িত্ব নিলেন নতুন ডিডি, মাহবুবুর রশীদ অবমুক্ত

ঈদের আগপর্যন্ত ঢাকার যেসব সড়ক নিয়ন্ত্রণ করবে ডিএমপি

সেই সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে র‍্যাবের মামলা