হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া কাভার্ড ভ্যান মুন্সিগঞ্জে উদ্ধার, আটক ৩

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

চুরি হওয়া কাভার্ড ভ্যান উদ্ধারসহ তিনজনকে আটক করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া ২ হাজার ৭০০ কেজি সুতাসহ একটি কাভার্ড ভ্যান মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া এলাকার জগরণী মাঠের সামনে থেকে কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। এ ছাড়া এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের পঞ্চবটী এলাকা থেকে সুতাবোঝাই কাভার্ড ভ্যানটি চুরি হয়। আটক ব্যক্তিরা হলেন আব্দুর রহমান, মো. মনির গাজী ও আকাশ শেখ।

এ বিষয়ে লৌহজং থানার এসআই সালমা বেগম আজকের পত্রিকাকে জানান, গতকাল রাতে গাজীপুরের এপলিয়ান গ্রুপ থেকে ২ হাজার ৭০০ কেজি সুতা নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয় একটি কাভার্ড ভ্যান। ওই দিন রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের পঞ্চবটী এলাকায় পৌঁছালে শ্রমিক-সংকটের কারণে মালামাল আনলোড না করে স্ট্যান্ডে পার্কিং করে রাখে। ওই অবস্থায় কাভার্ড ভ্যানটি খোয়া যায়।

চুরি হওয়া কাভার্ড ভ্যান উদ্ধারসহ তিনজনকে আটক করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সালমা বেগম আরও জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে লৌহজং উপজেলার হলদিয়া গ্রামের জগরণী মাঠের সামনে কাভার্ড ভ্যানটি একটি বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সেখানে বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়। এরপর স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানে থাকা তিনজনকে আটক করে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রকৃত তথ্য জানতে পারে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে