অনলাইন ডেস্ক
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অর্থ-সম্পদ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে বেশ কিছু তথ্য উঠে আসে, যা নিয়ে দেশে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে তাঁর বিষয়ে উঠে আসা তথ্য নিয়ে লেখালেখি করছেন।
বেনজীর আহমেদের বিষয়ে উঠে আসা তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা করছেন নেটিজেনরা।
আজ মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে কথা বলেছেন বেনজীর আহমেদ। তিনি সবাইকে একটু ধৈর্য ধরতে বলেন। ক্ষিপ্ত, উত্তেজিত হতে নিষেধ করেছেন।
তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো— একজন অনেক ক্ষিপ্ত, খুব ই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয়, উপসম্পাদকীয়, প্রবন্ধ লিখে ফেলছেন। দয়া করে সামান্য ধৈর্য্য ধরুন। ঘোষণাই তো আছে “কুৎসার কিসসা আভি ভি বাকি হ্যায়।”