হোম > সারা দেশ > ঢাকা

গোলাপের লোকজনের বিরুদ্ধে বিজয় মিছিলে বোমা হামলার অভিযোগ, আহত ১০ 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার, সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। তাতে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। আজ সোমবার বেলা ১১টার দিকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন আজিম চৌকিদার (২৫), এমরাত সরদার (৪০), আক্কেল আলী সরদার (৪০), আবু বকর (৩০), রুবেল ফকির (২৬), এসহাক (১৬) ও রফিক ফকির (২৫)। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) তাহমিনা বেগম। এ জন্য আজ সোমবার তাহমিনা বেগমের সমর্থক কালকিনির আলিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি কালীগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারের দিকে যাচ্ছিল।

এ সময় আবদুস সোবহান গোলাপের পক্ষের আলীনগর ইউপি চেয়ারম্যান শাহিদ পারভেজের নেতৃত্বে মিছিলে হামলা চালানো হয়। তা ছাড়া বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়। তাতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

স্থানীয় আলিনগর ইউপির সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার ও বর্তমান ইউপি চেয়ারম্যান শাহিদ পারভেজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দুজনেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। তবে উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন