Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে একটি ফেরি ও ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

ভোরে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকাজুড়ে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় চালক ও যাত্রীদের।

ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক লোকমান মিয়া বলেন, রাত সাড়ে ১২টায় ফেরিঘাট এলাকায় এলে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। তখন থেকেই বসে আছি গাড়ির মধ্যে। মাঝেমধ্যে নেমে একটু হাঁটাহাঁটি করে আবার গাড়িতে বসে থাকি। এভাবেই রাত পার করেছি।

ফেরি চলাচল বন্ধ থাকায় শতাধিক যানবাহন আটকা পড়েআরেক চালক ইমন হোসেন বলেন, ‘বেনাপোল থেকে রাত ২টার সময় ঘাটে এসেছি। তখন থেকেই দেড় কিলোমিটার দূরে সিরিয়ালে বসে আছি। কখন ফেরি চলাচল শুরু হবে আর কখন নদী পার হব জানি না।’

সুবর্ণ পরিবহনের যাত্রী করিম মোল্লা বলেন, ‘শীতে বসে থাকতে কষ্ট তো হয়ই। এখন কুয়াশায় মাঝেমধ্যেই ফেরি চলাচল বন্ধ থাকবে। এতে করে আমাদের মতো সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। যেহেতু কুয়াশার মধ্যে ফেরি চলাচলের ব্যবস্থা নেই, সে ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প কিছু চিন্তা করা উচিত। আর তা না হলে এই রুটে আরেকটি পদ্মা সেতু করা দরকার।’

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত ১২টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। এতে করে শীতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়। সে সময় মাঝ নদীতে আটকে থাকা বনলতা ফেরিটি পাড়ে ফিরে আসে। এই রুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি রয়েছে।

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাইয়ের ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা