হোম > সারা দেশ > গাজীপুর

পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে যে জনপদের মানুষের

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণে অবস্থিত প্রহলাদপুর ইউনিয়নের দমদমা গ্রাম। এ জনপদে রয়েছে চার হাজার মানুষের বাস। এই জনপদের মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। শীতসহ সকল ঋতুতেই দমদমা গ্রামের ‘আমাদের বিল’ নামে দু'টি বিলে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসে। পরিযায়ী ছাড়াও কোকিলের কুহু তান, শালিকের ঝাঁক, ময়না, দোয়েলের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে সব সময়।

সরেজমিন ঘুরে দেখা যায়, স্থানীয় সাংসদের বাড়ির দুপাশে রয়েছে ৩০০ বিঘা জমির ওপর দু'টি বিল। বিল দু'টি ‘আমাদের বিল’ নামে পরিচিত। এ গ্রামে বেশির ভাগ জমিতে বোরোধানের চাষ হয়। গত এক যুগ ধরে ধরে দুটি বিলের জমিতে ধান রোপণ হয় না। শীত পড়লে বিলে নামে হাজার হাজার পরিযায়ী পাখি। সকাল শুরু হতেই হাজার হাজার পাখি দল বেঁধে নামতে শুরু করে বিলে। পাখির কলকাকলীতে মুখরিত হয়ে ওঠে দমদমা গ্রামের আশপাশের পরিবেশ।

বিলের চারপাশে রয়েছে ফসলি জমি। জমির ফসলে সবুজের সমারোহে ভরে উঠেছে বিলের চারপাশ। এর মাঝে পরিযায়ী পাখিগুলো দেখতে কতই না সুন্দর।

স্থানীয় গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন জানান, ‘পাখিগুলো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে আসে বিলে। এদের যেন কেউ শিকার না করে এ জন্য বিলের আশপাশের মানুষকে সচেতন করা হয়েছে।’

দমদমা গ্রামে প্রতিদিন হাজার হাজার পাখির কলকাকলি দেখতে আসে শত শত মানুষ। পাখির ঝাঁক বেঁধে থাকা সত্যিই নয়নাভিরাম। 

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল