হোম > সারা দেশ > ঢাকা

চুরির আগে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ফ্ল্যাট রেকি, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জের জিনজিরায় একটি ফ্ল্যাট বাসায় চুরির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. তোফাজ্জল হোসেন বুলু (৩০), সজল (২১), সাগর (২২), রাসেল ২৪), সোহেল (৩২) ও হাসান (৫০)। 

গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী ও কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের করা হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, পরিদর্শক (তদন্ত) খালিদুর রহমান, পরিদর্শক (অপারেশন) মুন্সি আশিকুর রহমান। 

অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, ‘গ্রেপ্তার হওয়া হাসান চক্রটির প্রধান। চক্রের সদস্যরা তাকে ‘নানা’ বলে সম্বোধন করে। সে বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে বাসা ভাড়া নেওয়ার জন্য যান। বাসা ভাড়া নেওয়ার আড়ালে মূলত রেকি (পর্যবেক্ষণ) করে। 

আশপাশে অবস্থান নেয় দলের অন্য সদস্যরা। সে খোঁজ রাখত কোন ফ্ল্যাটে তালা লাগানো। টার্গেট ঠিকঠাক মিলে গেলে সে মোবাইলে অন্যদের আসতে বলে বাইরে পাহারায় থাকে। তালা ভেঙে একটি চুরি শেষ করতে তাদের ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। 

তিনি আরও বলেন, ৬ ফেব্রুয়ারি জিনজিরার বাসিন্দা ফরহাদ হোসেনের ফ্ল্যাটের তালা ভেঙে ঘরে ঢুকে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেন। মামলাটির তদন্ত করতে গিয়ে পুলিশ চক্রটিকে গ্রেপ্তার করেছে। চক্রটির বিরুদ্ধে একাধিক চুরির ঘটনা সংগঠিত করার অভিযোগ পাওয়া গেছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য