Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

খুলনার সাবেক এমপি আক্তারুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খুলনার সাবেক এমপি আক্তারুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রতীকী ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। আজ সোমবার (৩ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

একই দিনে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তাঁর স্ত্রী পপি রানী ভৌমিকের নামে আরও দুটি মামলা করে দুদক। মামলা দুটির বাদী দুদকের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ।

মামলার এজাহার থেকে জানা যায়, খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামানের বিরুদ্ধে ৩ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ২০০৪-এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

সাবেক কাউন্সিলর ও স্ত্রীর নামে মামলা

এদিকে সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তাঁর স্ত্রী পপি রানী ভৌমিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। প্রথম মামলায় আকাশের বিরুদ্ধে ১৪ কোটি ৯৬ লাখ ১৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আর দ্বিতীয় মামলায় পপি রানীর বিরুদ্ধে ৪ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৬৪৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

কোটালীপাড়ায় ১০ দোকান পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষতি

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর