Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রকে মারধর করায় ৩০টির বেশি বাস আটকে রেখেছেন জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি

ছাত্রকে মারধর করায় ৩০টির বেশি বাস আটকে রেখেছেন জাবি শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করায় ‘ইতিহাস’ পরিবহনের ৩০টির বেশি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ও ক্যাম্পাসের ভেতরে এসব গাড়ি পার্কিং করে রাখা হয়। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের ছাত্র মামুনুর রেজা রাজধানীর মিরপুরে মারধরের শিকার হয়। 

ভুক্তভোগী মামুনুর রেজা বলেন, ‘গতকাল বুধবার সকাল ৮টায় ক্যাম্পাসে আসার জন্য মিরপুর ১০ থেকে ইতিহাস বাসে উঠি। বাসে ওঠার আগেই দরজায় একজন থামিয়ে দিয়ে আমাকে টিকিট নিতে বলে এবং টিকিট ছাড়া গাড়িতে উঠতে দেবে না। স্টুডেন্ট বলার পরে উনি আমাকে ৩২ টাকার টিকিট ধরিয়ে দেন। যেখানে সচরাচর ২০-২৫ টাকায় ক্যাম্পাসে আসি। ৩২ টাকা ভাড়ার বিষয়ে প্রতিবাদ করলে উনি জাহাঙ্গীরনগরের ছাত্র শোনামাত্র ‘আজ তোদের পাইছি’ বলে কলার ধরে বাস থেকে নিচে নামিয়ে ধাক্কা দিয়ে মারতে শুরু করে। অকথ্য ভাষায় ভার্সিটির নামে খারাপ কথা বলেন।’ 

মারধরে ঘটনায় অভিযুক্ত মিরপুরের লাইনম্যানে শাস্তির দাবিতে গাড়িগুলো আটকে রাখেন শিক্ষার্থীরা।বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, মারধরে অভিযুক্ত মিরপুরের লাইনম্যান রাকিবুল ইসলাম রাব্বির দ্রুত শাস্তি নিশ্চিত করা। 

ইতিহাস বাসের এক চালক রুবেল মিয়া বলেন, ‘আমাদের ৩০টির বেশি বাস আটকে রেখেছে। শুনেছি মিরপুরের লাইনম্যান রাব্বি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছেন। বাস কখন ছাড়বে জানি না।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘কোনো শিক্ষার্থীকে মারধর করা হলে সে অভিযোগ প্রথমে প্রক্টর বরাবর প্রশাসনকে অবগত করতে হবে। প্রশাসনকে না জানিয়ে কোনো আটক অভিযান পরিচালনা করলে সেই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না।’ 

 

মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ব হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক, থানায় অভিযোগ