হোম > সারা দেশ > ঢাকা

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে মিলল ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি।

ঢাকা রেলওয়ে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ট্রেনের ভেতরে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগে ইয়াবাগুলো পাওয়া যায়।

আজ শনিবার দুপুরে পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশের একটি দল ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগিতে বিশেষ তল্লাশি চালায়। এ সময় বগির একটি সিটের নিচে পড়ে থাকা একটি স্কুল ব্যাগের ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। ট্রেনের ভেতর থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ইয়াবার মালিক ও জড়িতদের শনাক্ত করতে আমরা কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘মাদক প্রতিরোধে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ট্রেনের মাধ্যমে যাতে মাদক পরিবহন না হয়, সে জন্য আমরা নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছি। ঈদ সামনে রেখে মাদক চোরাচালান বেড়ে যেতে পারে, তাই আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।’

এদিকে, রেলওয়ে পুলিশ বলছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও কক্সবাজার-চট্টগ্রাম রুট দিয়ে ট্রেনযোগে মাদক পাচারের একটি সক্রিয় নেটওয়ার্ক রয়েছে। এ জন্য নিয়মিত ট্রেনের বগিগুলোতে বিশেষ নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে।

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা