রাজধানীর উত্তরায় পেছন দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় মোহাম্মদ নবী হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার নবী হোসেন টঙ্গী থেকে রেললাইন ধরে উত্তরার আব্দুল্লাহপুরে যাচ্ছিলেন। যাওয়ার পথে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস তাঁকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত নবী হোসেন পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। তিনি পরিবার নিয়ে টঙ্গীর এরশাদনগর এলাকায় বাস করতেন। তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিরামচর গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনেরা আজকের পত্রিকাকে জানান, আব্দুল্লাহপুরের একটি মাদ্রাসায় নিহত নবী হোসেনের ছেলে পড়াশোনা করেন। তার সঙ্গে দেখা করতেই রেললাইন ধরে হেঁটে আব্দুল্লাহপুর যাচ্ছিলেন তিনি। পথে তুরাগ নদের ওপরে রেলওয়ে ব্রিজ পার হওয়ার পর পেছন থেকে আসা একটি ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাকিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুল্লাহপুরে একজন মৃত্যুবরণ করেছেন। তখন তাঁর পরিবারের অন্য সদস্যরা সঙ্গেই ছিলেন। তাদের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলার লিখিত নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।’