মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল শনিবার বাউশিয়া পুরোনো ফেরিঘাট এলাকা থেকে অভিযান শুরু করে তিতাস।
অভিযানের শুরুতে কাজী ফার্মস লিমিটেড-সংলগ্ন অবৈধ একটি ঢালাই লোহা কারখানার গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর পুরোনো ব্যবসা এলাকায় এবং ভবেরচর বাজারে, চরপাথালিয়ায় এই অভিযান চালানো হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এন এম আবদুল্লাহ-আল-মামুন।
এ নিয়ে কয়েক মাসের অভিযানে গজারিয়া উপজেলার ১১ হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। বৈধ সংযোগের তুলনায় অবৈধ সংযোগ বেশি হওয়ায় ওই এলাকাগুলোতে গত ২৫ ফেব্রুয়ারি থেকে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুনুর রশীদ মোল্লাহ্।