নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কদমতলীর দনিয়ায় একটি বাড়িতে জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। কারখানাটিতে ৫০০-১০০০ টাকার জাল নোট তৈরি করা হতো। অভিযানে জাল টাকা তৈরি চক্রের একজনকে গ্রেপ্তার করেছে ডিবি।
আজ শনিবার সকাল থেকে দনিয়ার একটি বাড়িতে অভিযান শুরু করে ডিবি। ডিবি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
মশিউর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কদমতলীর দনিয়ায় একটা বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জাল টাকা তৈরির হোতা জাকিরকে গ্রেপ্তার করা হয়। কারখানা থেকে কয়েক কোটি টাকা পরিমাণের জাল নোট উদ্ধার করা হয়েছে।
ঈদ সামনে রেখে এসব জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছিল চক্রটি।