হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জের কালির বাজারে আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের কালির বাজার মাংসপট্টির এলাকার মসলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরেই খবর আসে বাজারে আগুন লেগেছে। ছোট ছোট দোকান ও  মসলার কারণে মুহূর্তেই ধোয়ায় আচ্ছন্ন হয়ে পরে পুরো বাজার। আগুন ছড়িয়ে পরে আশপাশের দোকানে। খবর পেয়ে সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।

বাজারের ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে ৫০টির বেশি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সোয়া কোটির কাছাকাছি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, ‘কালির বাজারে কয়েকটি মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। তবে ভেতরে প্রচুর মসলা ও প্লাস্টিকের দোকান থাকায় আগুন নেভাতে অসুবিধা হয়েছে। আমাদের একজন কর্মী আহত হয়েছেন ধোঁয়ায়। এ ছাড়া অন্য কোনো আহতের খবর পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘আনুমানিক ৩০টির বেশি দোকানে আগুন লেগেছে। সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে আগুন নেভানোর পর তদন্ত করে বলা যাবে। আমাদের মোট ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।’

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন