উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরার জসিম উদ্দিন বিআরটি উড়াল সেতুর ওপরে গরু ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে দিনাজপুর থেকে নারায়ণগঞ্জগামী গরু বহনকারী একটি পিকআপ ভ্যানকে টার্গেট করে ৫-৬ জনের একটি ডাকাত দল এই হামলা চালায়।
ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যবসায়ী মোকসেদুল আলম ভূঁইয়া (৬৪) ও গাড়ির সহকারী সামিউল আলমকে (২৮) আঘাত করে। আহত দুজনকে উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা গরু ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা লুট করে।
গরু ব্যবসায়ীদের চিৎকারে নিকটস্থ উত্তরা পূর্ব থানা-পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ইট-পাটকেল ছুঁড়ে পালিয়ে যায়। পুলিশের অভিযানে ডাকাতদের ব্যবহৃত নম্বরবিহীন মাহিন্দ্রা পিকআপ ভ্যান, দেশীয় অস্ত্র, দা-চাপাতি এবং ১১টি গরু উদ্ধার করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ মিয়া জানান, পলাতক ডাকাতদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় গরু ব্যবসায়ী মাসুদ ভূঁইয়া বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া গরু এবং জব্দকৃত সরঞ্জামাদির ভিত্তিতে ডাকাতদের শনাক্ত এবং গ্রেপ্তারের কাজ দ্রুত এগিয়ে চলেছে।