নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে আইন অমান্য করা এবং অবৈধ যানবাহন চালানোর অভিযোগে ২৬ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক আইন লঙ্ঘন করে মহানগরীতে গত ৫ অক্টোবর যানবাহন পরিচালনার জন্য বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৬২৭টি মামলা করা হয়। এ সময় ২৬ লাখ ৭৮ হাজার টাকা জরিমানাও করা হয়।
এছাড়া অভিযানকালে ১৬৭টি গাড়ি ডাম্পিং এবং ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।