Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ওড়নায় ঝুলছিল মায়ের লাশ, মেঝেতে বসে কাঁদছিল দুই শিশু

ওড়নায় ঝুলছিল মায়ের লাশ, মেঝেতে বসে কাঁদছিল দুই শিশু

গাজীপুরের শ্রীপুরে ভেতর থেকে আটকানো ঘরে দুই শিশুর ডুকরে কান্নার আওয়াজে এগিয়ে যায় প্রতিবেশীরা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা ভেঙে ভেতরে তারা দেখে শিশুরা মেঝেতে বসে কাঁদছে আর তাদের মায়ের মরদেহ ঝুলে আছে ওড়নায়। 

বাড়ির মালিক বলছে, ওই দম্পতির মধ্যে প্রায় ঝগড়া হয়, গতকালও হয়েছিল। সে কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে। 

আজ শনিবার দুপুরে আড়াইটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের তরমুজেরপাড় এলাকার জনৈক রুদ্র মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দুই সন্তানসহ স্বামীর সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন তিনি। 

গৃহবধূর নাম—সুমাইয়া আক্তার (২৭)। তিনি উপজেলার নগরহাওলা গ্রামের মো. ফারুক মিয়ার স্ত্রী। নিহতের স্বামী স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। 

এ বিষয়ে ওই বাড়ির মালিক বাসার মালিক রুদ্র মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যেই ঝগড়াঝাঁটি হয়। গতকাল রাতেও তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছে। এরই জেরে স্বামী কারখানায় যাওয়ার পর, বাচ্চাদের ঘরের ভেতরে নিয়ে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘দুই শিশুর বয়স ৪ বছর ও ৬ বছরের মতো হবে। তাদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা গিয়ে ডাকাডাকির একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ওই নারী ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। এ সময় দুটি শিশু ঘরের মেজেতে বসে ছিল। খবর পেয়ে আমি বাসায় পৌঁছে, পুলিশে খবর দিয়েছি।’ 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু