রাজধানীর দক্ষিণখানে এক নবজাতকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে দক্ষিণখানের চালাবন হাজীপাড়ার হাজী বিল্লাত আলী স্কুল সংলগ্ন আব্দুল হালিমের খালি প্লট থেকে নবজাতকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
হাজীপাড়ার বাসিন্দা জান্নাতুল মাওয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তার পাশের খালি প্লটের মধ্যে নবজাতকের মাথার অংশটি পড়ে ছিল। জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে দক্ষিণখান থানা-পুলিশ আসে।’
একই এলাকার এক নারী বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ১১টা, সাড়ে ১১টার দিকে এক নারী ওই প্লটের ঝোঁপের পাশে দাঁড়িয়ে ছিল। ধারণা করা হচ্ছে, সেই অজ্ঞাত নারীই নবজাতকের মরদেহের মাথার অংশ ফেলে গেছে।’
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) রিশিত খান আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল পেয়ে হাজীপাড়া থেকে এক নবজাতকের মাথার অংশ উদ্ধার করা হয়েছে। তবে নবজাতকটি ছেলে না মেয়ে তা বলা যাচ্ছে না। কারণ নবজাতকের বডির (দেহের) নিম্নাঅংশ ছিল না।’
এসআই রিশিত বলেন, ‘ধারণা করা হচ্ছে, গর্ভে অপরিপক্ব অবস্থায় পাঁচ-ছয় মাস ছিল। পরে গর্ভপাত করে সন্তানটিকে ভূমিষ্ঠ করা হয়েছে। গর্ভপাতের সময় নবজাতকের নিম্নাংশ ছিড়ে গেছে।’
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘নবজাতকের মাথার অংশ উদ্ধারের ঘটনায় দক্ষিণখান থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’